চোট কাটিয়ে আরব আমিরাত সিরিজ দিয়ে ফেরার পথে লিটন

ছবি: এএফপি

আঙুলের চোটে পড়া বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ফলে সংযুক্ত আরব আমিরাত সফরে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান শনিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে লিটনের ফিটনেস পরীক্ষা করা হবে।

আরব আমিরাতের বিপক্ষে লিটনের খেলার আশাবাদ প্রকাশ করে বায়েজেদুল বলেছেন, 'আজ তার এক্স-রে করা হয়েছে। তার অবস্থা এখন আগের চেয়ে ভালো।'

তিনি যোগ করেছেন, 'মূলত এক মাস পর তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা ছিল আমাদের। যেহেতু তিন সপ্তাহ পেরিয়ে গেছে, তাই আমরা এখন তার ফিটনেসের উন্নতির জন্য কার্যকর কাজগুলো শুরু করার চেষ্টা করব। এরপর আমরা আগামী ১০-১২ মের মধ্যে একটি ফিটনেস পরীক্ষা নিব। তার অগ্রগতি সত্যিই ভালো। আমি আশাবাদী যে, সে সময়মতো সেরে উঠতে পারবে।'

গত মাসের শুরুর দিকে করাচি কিংসের অনুশীলন সেশনের সময় লিটন আঙুলে চোট পান। এতে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন তিনি।

তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিটন জানিয়েছিলেন, স্ক্যানের পর তার আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে এবং সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

বাংলাদেশ দল আগামী ১৪ মে আরব আমিরাতের উড়ে যাবে। স্বাগতিকদের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। এরপর টাইগাররা পাকিস্তান সফরে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

ধারণা করা হচ্ছে, জাতীয় দলের নির্বাচকরা উভয় সিরিজের জন্য একই স্কোয়াড ঘোষণা করবে। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ায় ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিটন।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

13h ago