সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন যারা

শোবিজ জগতের চার দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে 'সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি' (সিসিটি) নামের ক্রিকেট টুর্নামেন্ট।
এর আগেরবার ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ৫ মে সোমবার সন্ধ্যা থেকে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া চার দলের সঙ্গে মেন্টর হিসেবে থাকছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, পরিচালক মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী।
যারা চার দলের খেলায় অংশ নেবেন, তাদের মধ্যে আছেন অভিনেত্রী দীপা খন্দকার, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, জেফার, কেয়া পায়েল, কণ্ঠশিল্পী আরেফিন রুমি, সালেহা খানম নাদিয়া, কণ্ঠশিল্পী কর্নিয়া, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, জয় চৌধুরী, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান ও তাসনুভা তিশাসহ অন্যান্যরা।
শোবিজ তারকাদের এই টুর্নামেন্ট সম্প্রচার করবে টি-স্পোর্টস।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া চার দলের নাম টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স।
Comments