নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ সামাজিক-ধর্মীয় মূল্যবোধের সঙ্গে দ্বান্দ্বিক: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, অন্তর্বতী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে দ্বান্দ্বিক।
আজ সোমবার নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে এনসিপি তাদের অবস্থান ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল প্রস্তাবনা পেশ করে। আমরা লক্ষ্য করছি, এই কমিশনের প্রস্তাবনাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন মাত্রার আলোচনা ও মতপার্থক্য তৈরি হয়েছে।
নারী সংস্কার কমিশনে সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে বলে এনসিপি মনে করে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে।
এতে আরও বলা হয়, যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে, সেগুলোতে সকল প্রতিনিধিত্বশীল অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার দ্বার উন্মুক্ত রাখা প্রয়োজন।
তবে, প্রস্তাবনার সমালোচনা করতে গিয়ে বিভিন্ন সমাবেশ থেকে নারীদের প্রতি প্রকাশ্যে অমর্যাদাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
এনসিপি বলছে, এনসিপি নারীদের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সামাজিক সংগ্রামকে গভীরভাবে উপলব্ধি করে এবং নারীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি নারীদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ।
Comments