পরিসংখ্যানের আলোয় রিয়াল-বার্সেলোনার লড়াই

মৌসুমের শেষ ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে শিরোপা অবেকটাই নিশ্চিত করে ফেলবে বার্সা।  আর রিয়াল জিতলে জমে উঠবে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই।

বার্সেলোনা বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। কার্লো আনচেলত্তির দলকে রবিবার লিগ শিরোপার আশা বাঁচাতে প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততেই হবে। 

পরিসংখ্যান :

** বার্সেলোনা লা লিগায় তাদের শেষ ১৫টি ম্যাচের একটিতেও হারেনি (১৩টি জয়, ২টি ড্র)।

** তবে, রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার বিরুদ্ধে তাদের শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে চারটি জিতেছে (১টি পরাজয়)।

** রিয়াল মাদ্রিদ তাদের শেষ চারটি লা লিগা ম্যাচও জিতেছে। তবে, লস ব্লাঙ্কোসরা এই মৌসুমে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় টানা পাঁচটি জয় তুলে নিতে পারেনি।

** বার্সা এই মৌসুমে ক্লাসিকোর তিনটি ম্যাচই জিতেছে, এর আগে তারা একবারই তাদের প্রতিদ্বন্দ্বীদের টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজিত করেছিল।

** কিলিয়ান এমবাপে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬টি গোল করেছেন।  ক্লাবের হয়ে তার প্রথম মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডের সমতায় পৌঁছাতে তার আর মাত্র একটি গোল প্রয়োজন।

উদ্ধৃতি:
'এই বছর তারা [রিয়াল মাদ্রিদ] আমাদের সামলাতে পারবে না।'- বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল

'আমাদের সমস্ত সমস্যা সত্ত্বেও, আমরা এখানে আছি এবং এই ম্যাচে লড়াই করতে পারছি - এটাই সুন্দর।'- রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago