সোহরাওয়ার্দী উদ্যানে বসছে পুলিশ বক্স-সিসি ক্যামেরা, রাত ৮টার পর প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর অপরাধ নিয়ন্ত্রণে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ, সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান উচ্ছেদ এবং নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানিয়েছেন।

'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক অপরাধের ৭০ শতাংশ হয় সোহরাওয়ার্দী উদ্যানে,' বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি প্রশাসন, গণপূর্তের প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

আসিফ বলেন, 'কাল-পরশুর মধ্যে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ করা হবে। গেটের পাশের দোকান উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়, যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে।'

তিনি আরও জানান, উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে, উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে, রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি ঘোষণা করেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস পালন করা হবে এবং অর্ধদিবস পরীক্ষা ও পাঠদান বন্ধ থাকবে।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago