উপদেষ্টা আসিফের সাবেক এপিএস ও উপদেষ্টা নূরজাহানের সাবেক পিওকে দুদকে তলব

দুর্নীতি দমন কমিশন কার্যালয়। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের সাবেক পিও তুহিন ফারাবীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

এছাড়া, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন তানভীরকেও তলব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানান তিনি।

দুদক মহাপরিচালক জানান, তুহিন ফারাবীকে ২০ মে, গাজী সালাউদ্দিন তানভীরকে ২১ মে ও মোয়াজ্জেম হোসেনকে ২২ মে কমিশনে হাজির হতে বলা হয়েছে।

দুর্নীতির অভিযোগ ওঠার পর গত মাসে মোয়াজ্জেম ও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম-সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকেও সল থেকে অব্যাহতি দেয় দলটি।

গত ২৭ এপ্রিল দুদক জানায়, অভিযুক্ত তিনজনের ওপর গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে।

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

9m ago