বিএনপির সভায় হামলা, সাংবাদিকসহ আহত ৩

বিএনপি
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মতবিনিময় সভায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনসহ তিন জন।

আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানিয়েছেন, রকিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আহত বাকি দুজন হলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম ও তার গাড়িচালক দেলোয়ার হোসেন।

যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. পলাশ দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয় বিএনপি আয়োজিত এই সভাটি দুপুর ১২টার দিকে শুরু হয়। দুপুর ২টার দিকে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মতবিনিময় সভার মঞ্চ, চেয়ার, টেবিল ভাঙচুর করেন। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে যান গাজীপুরে কর্মরত যমুনা টিভির ক্যামেরাপারসন রকি হোসেনসহ আরও কয়েকজন। এ সময় হামলাকারীরা তাদের ওপর চড়াও হন। তারা হামলা চালিয়ে রকি হোসেনসহ কয়েকজনকে মারধর করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলাকারীরা গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নানের নাম বলে স্লোগান দিয়ে হামলা করেছে। তারা এর আগেও আমাদের বিভিন্ন সভায় হামলা করেছে।'

অভিযোগ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত সাংবাদিককে আমি হাসপাতালে গিয়ে দেখে এসেছি। আমার বক্তব্য হলো, যেকোনো কারণে সংবাদ সংগ্রেহের জন্য সংবাদকর্মীরা যাবেন। সেখানে দলীয় পরিচয়ে কেউ যদি সংবাদকর্মীদের ওপর আক্রমণ করে থাকে, এটা যদি তদন্তে প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Confronting Dhaka’s battery-run rickshaw dilemma

One of the more recent manifestations of informal urban expansion is the proliferation of battery-run rickshaws.

6h ago