নড়াইল

৩৫ মণের ‘ব্ল্যাক ডায়মন্ড’

নড়াইলের তারাপুর গ্রামের একটি খামারে বেড়ে উঠেছে ফ্রিজিয়ান সাহিওয়াল জাতের ‘ব্ল্যাক ডায়মন্ড’। ছবি: পার্থ চক্রবর্তী

নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামের একটি খামারে বেড়ে উঠেছে ফ্রিজিয়ান সাহিওয়াল জাতের 'ব্ল্যাক ডায়মন্ড'। প্রায় ৩৫ মণ (প্রায় এক হাজার ৪০০ কেজি) ওজনের এই ষাঁড়ের দৈর্ঘ্য ১১ ফুট ও উচ্চতা ছয় ফুট। এটি নড়াইল জেলার সবচেয়ে বড় কোরবানির গরু বলে দাবি করেছেন মালিক মিল্টন শিকদার।

মিল্টন শিকদার জানান, তিন বছর আগে যশোরের সাতমাইল হাট থেকে প্রায় ৫০০ কেজি ওজনের একটি গরু কিনেছিলেন।

'শুরু থেকে সিদ্ধান্ত ছিল গরুটিকে খামারে পেলে বড় করব। যত্ন, পরিচর্যা ও পুষ্টিকর খাবারের খাওয়ায়ে ধীরে ধীরে ওজন ও গঠন বাড়িয়েছি। গায়ের রঙ কালো বলে নাম রেখেছি 'ব্ল্যাক ডায়মন্ড',' বলেন তিনি।

গত কোরবানির ঈদে ষাঁড়টির ওজন ছিল ৯০০ কেজি। তখন বিক্রির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান মিল্টন।

তার ভাষ্য, 'তখন ভাবলাম, আরও এক বছর রেখে দেখি কী হয়। এখন ষাঁড়টির বয়স সাড়ে চার বছর, দাঁত ছয়টি এবং ওজন প্রায় এক হাজার ৪০০ কেজি।'

তিনি আরও বলেন, 'আমি ষাড়টিকে প্রাকৃতিক উপায়ে বড় করেছি। কোনো ধরনের কৃত্রিম মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করিনি। খৈল, ভুট্টার গুঁড়া, ঘাস ও চিটাগুড় খেতে দিয়েছি। কৃত্রিমভাবে মোটাতাজা করলে ওজন আরও বাড়ত, কিন্তু তাতে শরীরে চর্বি জমত, প্রাণশক্তি কমে যেত। এখন সে সুস্থ, শক্তিশালী ও প্রাণবন্ত। কোরবানির উপযোগী ব্ল্যাক ডায়মন্ড।'

মিল্টন শিকদার বলেন, 'প্রায় তিন বছর ধরে তাকে সন্তানের মতো লালন-পালন করেছি। এবার বিক্রি করতে চাই। তবে হাটে নিয়ে কষ্ট দিতে চাই না। খামার থেকে বিক্রি করব। খুব বেশি লাভের চিন্তা করছি না, মাত্র ১২ লাখ টাকা হলেই দিয়ে দেব।'

খামারকর্মীরা জানান, ব্ল্যাক ডায়মন্ড শুধু খামারের সবচেয়ে বড় নয়, সবচেয়ে শান্ত স্বভাবের। তবে রেগে গেলে তাকে সামলাতে ১৫ থেকে ২০ জন লেগে যায়।

তারা জানান, প্রতিদিন ব্ল্যাক ডায়মন্ডকে দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ খামারে ছুটে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন।

নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু জানান, 'তারাপুরের খামারে কোরবানির জন্য প্রস্তুত গরুগুলোর স্বাস্থ্য ও পরিচর্যা খুবই ভালো। সবচেয়ে বড় গরু ব্ল্যাক ডায়মন্ড দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনি স্বাস্থ্যবান। আমরা খামারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ও পরামর্শ দিচ্ছি। আশা করছি, কাঙ্ক্ষিত দামেই বিক্রি হবে।'

Comments

The Daily Star  | English
us tariff rates by country

Higher US tariffs take effect on dozens of economies

US duties rose from 10 percent to levels between 15 percent and 41 percent for a list of trading partners

8m ago