উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি বিএনপি নেতা ইশরাকের

কাকরাইল মোড়ে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ইশরাক হোসেন। ছবি: এমরান হোসেন/স্টার

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বুধবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি তোলেন করেন।

ইশরাক হোসেন বলেন, 'আদালতের রায় অনুযায়ী আমাকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল।'

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ করেন।

ইশরাক বলেন, 'এই সরকারের মধ্যে নতুন দলের কয়েকজনের রয়ে গেছে। এই দলের প্রতি আমাদের অনেকে আশাবাদ ছিল। তাদের দুজন উপদেষ্টা এই সরকারে থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছে।'

তিনি আরও বলেন, 'আমাকে মেয়র হিসেবে আদালতের দেওয়া রায়ের ওপর তারা হস্তক্ষেপ করছে। এখনই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছি। তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত পরিচয় নেই, কোনো শত্রুতা নেই।'

ইশরাক আরও বলেন, 'আজ যে আন্দোলনটি হচ্ছে সেটি আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে, আদালতের রায়ের মাধ্যমে এতদিনে শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না। কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন ক্ষমতা বা পদের জন্য নয়।'

'আজকের এই লড়াইটা নির্ধারণ করে দেবে যে এ বছর ডিসেম্বরে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন পাব কি না, যেখানে জনগণের সুষ্ঠু ভোটদানের মাধ্যমে সঠিক গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt plans 31% hike in food subsidy in FY26 budget

The government plans to raise the food subsidy allocation by 31 percent to Tk 9,500 crore in the upcoming fiscal year, aiming to ensure access to affordable food for poor and low-income households.

13h ago