সচিবদের সঙ্গে আন্দোলনরত কর্মচারীদের বৈঠক চলছে

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিলের দাবিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে পাঁচজন সচিবের সঙ্গে বৈঠক করছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।
এরমধ্যে, সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহার ছাড়া তারা আন্দোলন স্থগিত করবেন না।
এই অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
Comments