উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পরিসংখ্যানের আলোয় পিএসজি-ইন্টার মিলান ফাইনাল

Simone Inzaghi & Luis Enrique

শনিবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় নজর থাকবে বিশ্ব ফুটবলের। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি এবং ইন্টার মিলান। ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এই উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে কিছু আকর্ষণীয় পরিসংখ্যান দেখে নেওয়া যাক:

  • পিএসজি এবং ইন্টারে কোন প্রতিযোগিতায় এর আগে মুখোমুখি হয়নি। ফরাসি ও ইতালীয় দলের মধ্যে ইউরোপিয়ান আসরে এটি দ্বিতীয় ফাইনাল।
  • পিএসজি তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলছে, যেখানে ইন্টারের এটি সপ্তম ফাইনাল।
  • লুইস এনরিকের পিএসজির সামনে ট্রেবল জয়ের লক্ষ্যে। তারা এবার লিগ ওয়ান শিরোপা তো জিতেছেই,গত সপ্তাহে কুপ দে ফ্রান্সও জিতেছে।
  • ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের দলগুলোর মধ্যে এবার  সব প্রতিযোগিতা মিলিয়ে শুধু শুধুমাত্র বার্সেলোনা (১৭৪) পিএসজি (১৪৭) এর চেয়ে বেশি গোল করেছে।
  • পিএসজি কোচ লুইস এনরিকে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন।  তিনি ষষ্ঠ কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে এই ট্রফি জয়ের অপেক্ষায় রয়েছেন। এর আগে এই কীর্তি আছে কার্লো আনচেলত্তি (মিলান, রিয়াল মাদ্রিদ), ওটমার হিটজফেল্ড (বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন), হুপ হেইঙ্কেস (রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ), হোসে মরিনহো (পোর্তো এবং ইন্টার) এবং পেপ গার্দিওলার (বার্সেলোনা এবং ম্যান সিটি)।
  • এবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান আটটি ক্লিন শীট রেখেছে, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। এবং মাত্র ১১টি গোল হজম করেছে (একটি আত্মঘাতী গোল সহ)।
  • মিউনিখে এর আগে যতবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হয়েছে জিতেছে নতুন কোন দল। সেদিক থেকে আশায় থাকতে পারে পিএসজি।
  • ইন্টার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ২৬টি গোল করেছে। এটি তাদের একটি বড় ইউরোপীয় মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড, ২০০২-০৩ সালেও তারা ২৬টি গোল করেছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago