চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরের জৈনাবাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: স্টার

চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ সোমবার সকাল পৌনে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেন তারা।

শ্রমিকদের অভিযোগ, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন মেম্বার এবং তার ছেলে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ গতকাল তাদের মারধর করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় একটি গাড়ি ভাঙচুর করেন তারা। এমনকি এক গাড়ির হেলপারকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এর প্রতিবাদেই আজ তারা মহাসড়ক অবরোধ করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর সকাল ৯টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি আয়য়ুব আলী জানান, অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, 'শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নিয়েছেন। যিনি চাঁদা দাবি করেছেন তার নাম ফাহিম। তাকে ও তার সহযোগীদেরকে আইনের আওতায় আনা হবে।'

ফাহিম আওয়ামী লীগ নেতার ছেলে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমি তার পরিবারের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানি না।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago