নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ২৯৫৬ কোটি টাকা

নির্বাচন কমিশনের বাজেট বরাদ্দ ২০২৫-২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের জন্য দুই হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

এর মধ্যে দুই হাজার ৭২৭ কোটি টাকা রাজস্ব বাজেট এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন বাজেট হিসেবে বরাদ্দ ধরা হয়েছে।

চলতি অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য এক হাজার ২৩০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল, যা সংশোধন করে এক হাজার ১৪২ কোটি টাকা করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, গত দেড় দশক ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। তাই, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি এবং এই লক্ষ্যে বিভিন্ন আইন, নীতি ও আদেশ সংশোধন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago