মেসির আইকনিক ১০ নম্বর জার্সির 'চাপ' সইতে পারবেন ইয়ামাল?

মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লা মাসিয়া থেকে উঠে আসা বিস্ময় বালক লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে ১৯ নম্বর জার্সি গায়ে এখন তিনি নিয়মিত তারকা। যদিও এই নম্বরটি তার সৌভাগ্যের প্রতীক হয়ে উঠেছে, তবুও শোনা যাচ্ছে—এই গ্রীষ্মেই হয়তো তার কাঁধে উঠতে পারে বার্সার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

কাতালুনিয়ার ১০ নম্বর মানেই আলাদা মর্যাদা। এই জার্সিকে কিংবদন্তির আসনে নিয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গোল্ডেন বল জয়, রেকর্ড বই পুনর্লিখন এবং বিশ্বজোড়া প্রভাব—সবই এসেছে বার্সায় তার ১০ নম্বর জার্সিধারী অধ্যায়ের মধ্য দিয়েই।

মেসির বিদায়ের পর ২০২১ সাল থেকে এই জার্সি পরছেন আনসু ফাতি। তবে গুঞ্জন চলছে, বার্সা তাকে এই গ্রীষ্মে অন্য কোথাও পাঠাতে প্রস্তুত—ফলে শূন্য হতে পারে সেই মর্যাদার জার্সি। স্বাভাবিকভাবেই উঠে এসেছে ইয়ামালের নাম, যিনি মেসির উত্তরসূরি হিসেবে বহুদিন ধরেই বিবেচিত হয়ে আসছেন।

তবে ইয়ামাল নিজে আপাতত এসব নিয়ে ভাবছেন না। মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের পর থেকেই তাকে তুলনা করা হচ্ছে মেসির সঙ্গে। এসব চাপকে পাশ কাটিয়ে এল পার্তিদাজোকে তিনি বলেন, 'এই মুহূর্তে আনসুই ১০ নম্বর পরছে। আমি ১৯ পরি, আর এটা আমি খুবই পছন্দ করি—এটা আমাকে সৌভাগ্য এনে দিয়েছে। ১০ নম্বর পরলে কি চাপ বাড়ে? আমি যখন গোলের উদ্দেশে শট নিই, তখন আমি জার্সির নম্বর নিয়ে ভাবি না।'

ইয়ামাল প্রথমবার বার্সার জার্সি গায়ে চাপিয়েছিলেন ৪১ নম্বর দিয়ে। এরপর ২০২৩-২৪ মৌসুমে পরেন ২৭ নম্বর, এবং শেষ পর্যন্ত গত গ্রীষ্মে স্থির হন ১৯ নম্বরে। তিন বছরে তিনটি জার্সি নম্বর পরিবর্তনের ইতিহাস থাকা এই তরুণ তারকার সামনে এবার চতুর্থ নম্বর পরিবর্তনের সম্ভাবনা জাগছে—যা হতে পারে ক্যারিয়ারের নতুন মোড়।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

6h ago