‘তাণ্ডব’ সবার জন্য, ‘উৎসব’ মাল্টিপ্লেক্সের দর্শকদের জন্য: জয়া আহসান

জয়া আহসান
জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের জন্য এবারের ঈদ একটু অন্যরকম এবং বেশি আনন্দের। কারণ এক ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি হচ্ছে রায়হান রাফী পরিচালিত তাণ্ডব, অপরটি তানিম নূর পরিচালিত উৎসব।

'এক ঈদে দুই সিনেমা কেমন লাগছে?' এর জবাবে জয়া আহসান বলেন, 'অবশ্যই ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। ঈদ মানে তো উৎসব। সেখানে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, কাজেই উৎসবটা আরও বেড়ে গেছে।'

তাণ্ডব সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। উৎসব সিনেমায় জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তিনি ।

শাকিব খান সম্পর্কে জয়া আহসান বলেন, 'শাকিব খান নিজেকে সমৃদ্ধ করেছেন। অনেক উঁচুতে পৌঁছে গেছেন। আগেও তার সঙ্গে সিনেমা করেছি, এবারও করলাম। অনেক ভালো লেগেছে। দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে।'

জাহিদ হাসানের সঙ্গে উৎসব সিনেমায় অভিনয় করার বিষয়ে তিনি বলেন, 'জাহিদ হাসানের সঙ্গে অনেক আগে অভিনয় করেছি। এবার উৎসব সিনেমায় অভিনয় করেছি। জাহিদ হাসান ভাই মজার মানুষ, ভালো অভিনেতা। খুব ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে।'

জয়া আহসান বলেন, 'তাণ্ডব সিনেমা সবার জন্য। সব শ্রেণির দর্শকদের জন্য এই সিনেমা। উৎসব মাল্টিপ্লেক্সের দর্শকদের জন্য।'

এক ঈদে দুই সিনেমা চাপ মনে হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'না না। দুটোর দর্শক ভিন্ন, গল্পও ভিন্ন। তবে দুটোই ভালো সিনেমা।'

ঈদের দিন সিনেমা হলে যাবেন বলে জানান জয়া আহসান।

তিনি বলেন, 'ঈদের এই কয়েকটি দিন হল ভিজিট করতে হবে। তবে ঈদের দিন তাণ্ডব সিনেমার জন্য হল ভিজিট করব। পরেও যেতে হবে। কিন্তু ঈদের দিন আশা করছি টিমসহ যাব। দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখতে পারব।'

এবারের ঈদে দেশে ছয়টি সিনেমা মুক্তি পাচ্ছে। প্রত্যাশা জানতে চাইলে জয়া আহসান বলেন, 'প্রত্যাশা অনেক। আমার প্রত্যাশা বেশি। দর্শকরা হলে আসবেন, আমাদের সিনেমা দেখবেন।'

ঈদের ছুটিতে জয়া আহসান ঢাকায় আছেন। পরিবারের সঙ্গে ঈদ করছেন।

তিনি বলেন, 'ঈদে মার সঙ্গে সময় কাটাব। চাঁদ রাতেও মার সঙ্গেই আছি।'

Comments

The Daily Star  | English

NBR traces Tk 40,000cr in suspected laundered assets abroad

The revelation came from the Central Intelligence Cell of the tax administrator

3h ago