ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ শুরু

ডিএসসিসির আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: স্টার
ডিএসসিসির আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।

বর্জ্য অপসারণের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে শেষ করার জন্য ডিএসসিসি ইতোমধ্যে ১০ হাজার কর্মী ও দুই হাজার ৭৯টি বাহন মোতায়েন করেছে।

বাহনগুলোর মধ্যে আছে ২০৭টি ময়লার ট্রাক, ৪৪টি কমপ্যাক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার ও ১৬টি পে লোডার।  

বর্জ্য অপসারণ কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজর রাখার জন্য ডিএসসিসির জরুরি কার্যক্রম কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে। 

আজ শনিবার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় উপদেষ্টা উল্লেখ করেন, ঢাকার মতো একটি শহরে কোরবানির বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ।

'সময়মতো বর্জ্য অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে', যোগ করেন তিনি।

ডিএসসিসির প্রস্তুতির ওপর আস্থা রেখে উপদেষ্টা বলেন, ১২ ঘণ্টা সময়ের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে বলে তিনি আশা করছেন।

 

Comments

The Daily Star  | English

New Tk 100 banknote to be released next week

The new note will be similar in size to existing one

1h ago