২০২৪ সালে জনতা ব্যাংকের লোকসান ৩ হাজার ৬৬ কোটি টাকা

জনতা ব্যাংক

নিট সুদ আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ২০২৪ সালে জনতা ব্যাংক পিএলসি ব্যাপক লোকসানে পড়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি ২০২৪ সালে ৩ হাজার ৬৬ কোটি টাকা লোকসানে পড়েছে। অথচ এর আগের বছর ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৬২ কোটি টাকা।

জনতা ব্যাংকের আর্থিক বিবরণী অনুসারে, ২০২৪ সালে এর শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩২ টাকা ৫১ পয়সায়, যেখানে ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা।

গত বছর ব্যাংকটির নিট সুদ লোকসানের পরিমাণ ছিল তিন হাজার ৪২ কোটি টাকা। এর আগে ২০২৩ সালে নিট সুদ আয় ছিল ২৮২ কোটি ৩২ লাখ টাকা।

শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে কমে ঋণাত্মক ১০২ টাকা ৮৭ পয়সায় পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ে ছিল ৩১ দশমিক ২১ টাকা।

আর্থিক লেনদেনের আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ চলতি বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংককে ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক পিএলসি নামে করপোরেটকরণ করা হয়।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আমানত ও সম্পদের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।

Comments

The Daily Star  | English

Simpler rules key to smooth transition from LDC

Leading entrepreneurs yesterday urged the government to create an environment more conducive to doing business as Bangladesh prepares to graduate from the UN’s least developed country (LDC) category next year.

7h ago