মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

শাকিল হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানবন্ধন। ছবি: সংগৃহীত

বগুড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদের পর বাবাকে হত্যার ঘটনার বিচার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধনে অংশ নেন নিহত শাকিলের পরিবারের সদস্য এবং বেশকিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

গত শনিবার দুপুরে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় শাকিলকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, শাকিলের মেয়েকে উত্যক্ত করতেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলাম। এর প্রতিবাদ করায় শাকিলকে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে নিহত শাকিলের ছোট বোন মনীষা আক্তার জেসি বলেন, 'জিতুকে যখন বিএনপি এত বড় পদ দিল, তখন কেন তার অতীত যাচাই করল না? আমার ভাইকে যারা হত্যা করেছে তারা এখনো শহরে ঘুরছে। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি।'

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়ার জেলা সভাপতি দিলরুবা নুরী বলেন, 'শাকিলকে হত্যার ভিডিও আছে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তার করে তদন্ত কর্মকর্তা যেন দ্রুত অভিযোগপত্র দেয়।'

সেইসঙ্গে রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠনগুলোতে নেতাকর্মী অন্তর্ভুক্ত করার আগে তাদের ইতিহাস যাচাইয়ের দাবি জানান নুরী।

স্থানীয়দের অভিযোগ, শাকিল হত্যায় অভিযুক্ত জিতু ইসলাম আগের একটি হত্যা মামলায় ২০২৩ সালে জেল থেকে মুক্তি পায়। 

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসিরের দ্য ডেইলি স্টারকে জানান, হত্যার ঘটনার পরই পুলিশ জিতুকে আটক করে। পরে আরও ২ জনকে আটক করা হয়।

তিনি বলেন, 'আমরা অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাদের গ্রেপ্তার করতে পারব।'

হত্যার ঘটনায় শাকিলের স্ত্রী মালেকা খাতুন ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

36m ago