ক্লাব বিশ্বকাপ

পালমেইরাসের বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় রাউন্ডে পিএসজির সামনে পড়ল মেসির মায়ামি

৮০ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিলো ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এরপর ১০ মিনিটে ইন্টার মায়ামির জালে দুই গোল জড়িয়ে দিল তারা। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। দ্বিতীয় রাউন্ডে উঠেছে মায়ামিও। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি, যেটা আবার কিংবদন্তি লিওনেল মেসির পুরনো ক্লাব।

টেডো অ্যালেন্ডে এবং লুইস সুয়ারেসের গোলে মায়ামি টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের পথে ছিল। তাদের সেই আশা ধসিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব। ব্রাজিলিয়ান দলটি শেষ ১০ মিনিটে পাওলিনহো এবং মাউরিসিওর দুই গোলে নকআউট পর্বে তাদের স্থান নিশ্চিত করে।

দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে মায়ামি, পালমেইরাস নিজ দেশের ক্লাব বোটফোগোর বিপক্ষে লড়বে।

মঙ্গলবার ছিল মেসির জন্মদিন। ৩৮তম জন্মদিনে জয় পাওয়া হয়নি আর্জেন্টাইন গ্রেটের। তবে ড্র করায় এখন পিএসজির বিপক্ষে খেলার এক অন্যরকম সুযোগ এসেছে তার। ২০২৩ সালে পিএসজি ছেড়েই মায়ামিতে যোগ দিয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago