মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন দিয়াবাতের

মালির তারকা স্ট্রাইকার ও অধিনায়ক সুলেমানে দিয়াবাতের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে তার বেতন বাড়ানোর দাবি মেনে না নেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

২০১৮–১৯ মৌসুমে মোহামেডানে যোগ দিয়েছিলেন দিয়াবাতে। চলতি বছর ক্লাবের ইতিহাসে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৬ ম্যাচে করেছেন ১৯ গোল, যা ছিল শিরোপা জয়ের পেছনে অন্যতম চালিকা শক্তি।

মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দিয়াবাতেকে পরবর্তী মৌসুমে দলে রাখছি না। তার বেতনের দাবি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়।'

দিয়াবাতের পরিবর্তে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেংকে দলে টানার শেষ ধাপে আছে মোহামেডান। গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে ২১ গোল করে বিপিএলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন বোয়াটেং। নকীব জানান, 'স্যামুয়েল বোয়াটেংকে আমরা প্রায় সই করিয়েই ফেলেছি।'

দিয়াবাতের বিদায়ে শেষ হলো মোহামেডানে এক স্মরণীয় অধ্যায়। দীর্ঘ পাঁচ মৌসুম ধরে ছিলেন দলের আক্রমণের মূল ভরসা ও বহুদিনের অধিনায়ক। বিপিএলে মোহামেডানের হয়ে খেলেছেন ১১২ ম্যাচ, গোল করেছেন ৯৬টি, সঙ্গে ৩০টি অ্যাসিস্ট।

২০২০–২১ মৌসুমে ২১ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। আর সদ্যসমাপ্ত মৌসুমে ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বোয়াটেংয়ের পরেই ছিলেন দ্বিতীয় অবস্থানে।

২০২৩ সালের ফেডারেশন কাপের নাটকীয় ফাইনালেও দিয়াবাতে ছিলেন নায়ক। কুমিল্লায় আবাহনীর বিপক্ষে সেই রুদ্ধশ্বাস ম্যাচে একাই চার গোল করে ম্যাচ ৪–৪ তে নিয়ে যান, পরে টাইব্রেকারে জিতে শিরোপা জেতে মোহামেডান।

একজন বিদেশি খেলোয়াড় হিসেবে দেশের ঘরোয়া ফুটবলে দিয়াবাতে যে প্রভাব রেখেছেন, তা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায়ে মোহামেডান অধ্যায়ের এক বর্ণময় পরিণতি টানা হলো।ax

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

23m ago