দলগুলো সর্তকতার সঙ্গে কর্মসূচি নির্ধারণ করবে, আশা বিএনপির

বিএনপির শুদ্ধি অভিযান ২০২৫

দেশের রাজনৈতিক দলগুলো সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, না হলে গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে বলে মনে করছে বিএনপি।

দলটির জাতীয় স্থায়ী কমিটির গতকাল বুধবার রাতের এক সভায় গোপালগঞ্জে এনসিপির সভাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি বিষয়ে এমন মনে করছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় ৪ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করে বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনার সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে এনসিপির সমাবেশে হামলা করে। ফলে সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়। 

বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীলনকশা বলে মনে করছে বিএনপি। পাশাপাশি এ প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয় সভায়। 

বিএনপি মনে করে, রাজনৈতিক দলগুলো অত্যন্ত সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

বিএনপি নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রে উত্তরণের পথকে বিঘ্নিত করতে এবং আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মব, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধ বৃদ্ধি পাচ্ছে। 

এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অযোগ্যতা ও নির্লিপ্ততা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করে বিএনপি।

এছাড়া, মিডফোর্ডের সামনে হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচারবর্জিত বক্তব্য-স্লোগান শুধু রাজনৈতিক পরিবেশকেই নষ্ট করবে না, পাশাপাশি গণতন্ত্রে উত্তরণের পথকে ও সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে বলে মনে করে বিএনপি।

একইসঙ্গে মিডফোর্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

 

Comments

The Daily Star  | English

No real relief for the poor

As prices soar, poor and middle-class struggle with rising cost of living

16h ago