র্যাগিংয়ের অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কৃত

র্যাগিংয়ের অপরাধে ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর মধ্যে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাতজন ও নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের পাঁচজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত জানিয়েছে, এই ১২ জন শিক্ষার্থী আর কখনো হলে অবস্থান করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, '২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'অভিভাবকের মুচলেকা দিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে হবে।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।'
উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ওই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডি বরাবর অভিযোগ করেছিলেন।
Comments