কুবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে ৫-৬ কিলোমিটার দূরে কুমিল্লা বিশ্বরোডের কোটবাড়ি ক্রসিংয়ে এসেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এই সংঘর্ষ হয়।

কুবি সড়কের আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

জানা গেছে, এই সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই সাংবাদিকও আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুবি সড়কের আনসার ক্যাম্পের সামনে গেলে পুলিশ তাদের পথ আটকে দেয়। তখন সেখানেই পুলিশের বিপক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর পাশাপাশি দুই সাংবাদিকও আহত হন।

দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে ৫-৬ কিলোমিটার দূরে কুমিল্লা বিশ্বরোডের কোটবাড়ি ক্রসিংয়ে এসেছেন।

Comments