হুট করে স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা

একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছিল ক্রিকেটপ্রেমী সাধারণ দর্শকের মাঝে। অনেক বছর পর মাঠে ঢোকার সময় বোতলের ছিপি খুলে রাখলেও অন্তত সঙ্গে করে আনা যাচ্ছিল পানি আর খানিকটা শুকনো খাবার। মানুষ ভাবছিল, হয়তো বদলে যাচ্ছে সময়, বদলাচ্ছে নীতিও। কিন্তু না,এক দিনের বেশি স্থায়ী হলো না সেই স্বস্তির দিনগুলো।

আবারও নিষিদ্ধ ঘোষণা করা হলো খাবার আর পানির প্রবেশ। আবারও গেটের সামনে রেখে যেতে হবে সেই ব্যাগভরা বিস্কুট, চিপস, আর বোতলভর্তি স্বপ্ন। 'নিরাপত্তা', নামক এই অদৃশ্য প্রাচীর আবারও দাঁড়িয়ে আছে দর্শক আর মাঠের মাঝখানে।

সোমবার, এক হঠাৎ ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল, আগামী ২২ ও ২৪ জুলাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোতে 'বিশেষ নিরাপত্তাজনিত কারণে' কোনো খাবার বা পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, 'বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'

'এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ  ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে,' যোগ করে আরও জানায় সংস্থাটি।

উল্লেখ্য, ২০১০ সালের পর চলতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজে খাবার ও পানীয় নিয়ে ঢুকতে পাড়ে দর্শক। যা সাধারণ দর্শকদের জন্য বিশাল স্বস্তির। তবে সেই আনন্দের দিনগুলোকে থামিয়ে দেওয়া হলো হুট করেই। আবারও ফিরল ২০১০ সালের সেই কঠোর নিয়ম, যে নিয়ম চালু হয়েছিল ২০১১ বিশ্বকাপকে সামনে রেখে। আইসিসি পথ ধরে বিসিবিও যেন তখন থেকেই শিখে গিয়েছে নিষেধ আরোপের কৌশল।

Comments

The Daily Star  | English

Interim govt committed to returning power to people: CA

"To build a stronger and resilient Bangladesh, we need big changes in our economy," Yunus said.

28m ago