পাঁচ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আগের দুই ম্যাচ জিতে সিরিজ এরমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাই পরীক্ষা-নিরীক্ষার আভাস ছিল আগেই। শেষ পর্যন্ত পাঁচটি পরিবর্তন এনেছে টাইগাররা। টস জিতে ফিল্ডিং নিয়েছে নেদারল্যান্ডস। অর্থাৎ শেষ ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডাচদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
এদিন বাংলাদেশের নিয়মিত দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। এছাড়াও বিশ্রাম পেয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। অফ-স্পিনার শেখ মেহেদী হাসানও নেই একাদশে।
তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শামিম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে। তবে এখানে কেউই ওপেনার নন। সেক্ষেত্রে সাইফ হাসান ও লিটনকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। একজন পেসারকেও কমিয়েছে দলটি।
অন্যদিকে একটি পরিবর্তন আছে ডাচদের একাদশেও। দ্বিতীয় ম্যাচে বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলকে বাদ দিয়ে ডান হাতি ব্যাটার সিকান্দার জুলফিকারকে সুযোগ দিয়েছিল তারা। এদিন আবার সিকান্দারকে বাদ দিয়ে টিম প্রিঙ্গলকে দলে নিয়েছে সফরকারীরা।
এর আগে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে ডাচদের যথাক্রমে ৮ ও ৯ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে এই ম্যাচ জিতলে সফরকারীদের ধবলধোলাই করতে পারবেন টাইগাররা। অন্যদিকে ডাচদের জন্য এই ম্যাচ মান রক্ষার লড়াই।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নেদারল্যান্ডসের একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, টিম প্রিঙ্গল, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ ও ড্যানিয়েল ডোরাম।
Comments