দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি । ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রায়ে বিচারক বলেছেন, প্রসিকিউশন এ্যানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাই তাকে মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হলো।'

এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং আদালত মামলার বাদীসহ নয়জন প্রসিকিউশন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, একই আদালত ২০১৬ সালের ২৪ মে এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের পর এ্যানি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন এবং ২০১৬ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। তখন রুল জারি করে আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের কাছে জানতে চান, কেন এ্যানিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে না।

এরপর শুনানি শেষে ২০১৯ সালের ১৪ মে হাইকোর্ট মামলাটির কার্যক্রম পুনরায় শুরু করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন।

২০১৪ সালের ৯ অক্টোবর দুদকের উপ-পরিচালক মনজুর মোর্শেদ রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, এ্যানি ১ কোটি ৪০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তিনি আয়ের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন।

মামলার বিবরণীতে আরও বলা হয়, সাবেক এই সংসদ সদস্য দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২০১৩ সালের ৩০ জুন জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী, এ্যানির সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা, আর ২০১৪ সালের ১৫ এপ্রিল দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তা দাঁড়ায় ৩ কোটি ২৫ লাখ টাকা।

মাত্র ১০ মাসে ১ কোটি ৪৮ লাখ টাকা সম্পদ কীভাবে অর্জিত হলো তা এ্যানি ব্যাখ্যা দিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

‘Former anti-fascist allies now using autocratic tactics to block BNP’

Tarique says rivals fear party’s win, urges politics to be settled through votes

Now