৫ পরিবর্তন নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ এরমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচটি জিতলে পাকিস্তানকে ধবলধোলাই করতে পারবে টাইগাররা। সেই যাত্রার শুরুটা ভালো হয়েছে তাদের। টস জিতে নিয়েছেন অধিনায়ক লিটন দাস। আগে ফিল্ডিং বেছে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

শেষ ম্যাচে একাদশে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ জন খেলোয়াড়কে পরিবর্তন এনেছে তারা। বাদ দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিবকে। তাদের জায়গায় এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।

অন্যদিকে দুটি পরিবর্তন আছে পাকিস্তানের একাদশেও। ফখর জামান ও খুশদিল শাহকে বাদ দিয়েছে দলটি। তাদের জায়গায় সাহেবজাদা ফারহান ও হুসেইন তালাতকে অন্তর্ভুক্ত করেছে সফরকারী দলটি।  

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ:

সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হ্যারিস (উইকে), সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল, সালমান মির্জা।

বিস্তারিত আসছে...

Comments

The Daily Star  | English

Earlier bribe was Tk 1 lakh, now it’s Tk 5 lakh: Fakhrul

BNP leader Fakhrul highlights escalating bribery, blames lack of good governance and police reform

1h ago