বিসিবি সুযোগ দিয়ে আবার কেন কেড়ে নিল বুঝতে পারছেন না দর্শকরা

দুই লিটারের পানির বোতল নিয়ে খেলা দেখতে ঢুকছিলেন চার যুবক, ভেতরে ঢুকতেই নিরাপত্তাকর্মীদের বাধায় পড়লেন তারা। পানি ভেতরে নেওয়া যাবে না জেনে অবাক হলেন। বিসিবি যে সিদ্ধান্ত বদল করে ফেলেছে এই খবর জানা ছিলো না তাদের। বাইরে থেকে পানি ও খাবার ভেতরে আনার সুযোগ পেয়ে আপ্লুত ছিলেন যে দর্শকরা এক ম্যাচ পরই তাদের হতে হয়েছে চরম হতাশ। বিসিবির এই সিদ্ধান্ত বদলের কারণ বুঝতে পারছেন না এই দর্শকরা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলে প্রকৌশলী ফুয়াদ ওমর নিয়মিতই মাঠে আসেন। রোববার প্রথম ম্যাচেও এসেছিলেন তিনি। মঙ্গলবার খাবার ও পানি আনা যাবে না জেনেই ঢুকেছেন মাঠে।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এটা খুবই হতাশাজনক এবং নাগরিকের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ হিসেবে দেখি।' তার প্রশ্ন, 'খাবার এবং পানির সঙ্গে নিরাপত্তার কি যোগসূত্র? গতদিন নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল কি?'
বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দলে খেলা শারীরিকভাবে চ্যালেঞ্জ জামিরুল ইসলাম বলেন, 'এটা রীতিমতো হয়রানি। তাহলে পানি ও খাবার কিনলাম কেন। তারা প্রতিদিন সিদ্ধান্ত বদলালে আমরা জানব কীভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময় মশকরা করে। এখন ভেতর থেকে অনেক বেশি দামে কিনে খেতে হবে।'
একই দলের নবি আলমের মতে, 'তারা ব্যবসা করবে এজন্য এই সুযোগ বন্ধ করে দিয়েছে।'
খেলা শুরুর ৪০ মিনিট আগে থেকে গেইটে দাঁড়িয়ে দেখা যায় কিছু দর্শক খাবার ও পানি নিয়ে চলে এসেছিলেন। এখানে এসে জানতে পারেন বিসিবি এক ম্যাচ পরই নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেছে।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু তাদের সিদ্ধান্ত বদল নিয়ে জানিয়েছিলেন, 'আসলে আমরা চেয়েছিলাম সবাই যেন এই সুযোগটা পায়। কিন্তু প্রথম দিনে আমাদের কিছু অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়। অনেকে এমন কিছু খাবার নিয়ে এসেছিলেন যেগুলো আসলে সেভাবে খতিয়ে দেখে নিশ্চিত হতে গেলে সামলানো কঠিন। আমরা তাই কোন ঝুঁকির দিকে যাচ্ছি না। কারণ আইসিসির গাইডলাইন আছে মাঠে ছুঁড়ে দেওয়া যায় এমন প্রবেশ করানো যাবে না।'
স্টেডিয়ামে বেশ অনেক বছর ধরেই বাইরে থেকে খাবার ও পানি নিয়ে প্রবেশ নিষেধ। মাঠের ভেতরে খাবার বিক্রি হয়। তবে সেসব খাবার বিক্রির দায়িত্ব যারা পান তারা সব সময়ই ক্ষমতার বলয়ের লোক। তাদের বেধে দেওয়া চড়া মূল্যের বাইরে কিছু হয় না। খাবারের দাম নিয়ে তাই সব সময়ই আছে অভিযোগ।
এই ব্যাপারে পারভেজ নামের আরেক দর্শক বলেন, 'দেখেন দেশের বাইরের ভেন্যুতে খাবার নিতে ঢুকতে না দিলেও সেখানে ভেতরে মানসম্মত খাবার উপযুক্ত মূল্যে কেনার সুযোগ থাকে। আমাদের মাঠের ভেতরে যে মানের খাবার থাকে তা আমি টাকা দিয়েও কিনে খেতে রাজী নই।'
Comments