ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করল চট্টগ্রাম বন্দর

ব্যবহারকারীদের হয়রানি কমবে, নৌ উপদেষ্টা
ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রাম বন্দর ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে বন্দর মাশুল পরিশোধ করতে পারবেন।

গতকাল শনিবার সন্ধ্যায় র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) যৌথ উদ্যোগে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি তৈরি করা হয়েছে। এটি বন্দরের ব্যবহারকারীদের সময়, খরচ ও ঝামেলা কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

এখন থেকে বন্দর ব্যবহারকারীরা অফিস সময় শেষ হওয়ার পরও কিংবা ছুটির দিনেও যেকোনো স্থান থেকে অনলাইনে বিল পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিপিং উপদেষ্টা বলেন, ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হওয়ায় পেমেন্ট সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে দূর হবে।

তিনি এই উদ্যোগে সহযোগিতার জন্য ইবিএলকে ধন্যবাদ জানান এবং মাত্র ছয় মাসে এটি বাস্তবায়নের জন্য সিপিএ ও ইবিএল উভয়কেই অভিনন্দন জানান। তিনি বলেন, এটি একটি সফল সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উদাহরণ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বন্দরে ডিজিটাল পেমেন্ট চালু হওয়া শুধু প্রযুক্তিগত নয়, এটি স্মার্ট চট্টগ্রামের স্বপ্নের দিকে একটি অগ্রগতি।

সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এই উদ্যোগকে বন্দরের ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ উন্নত বন্দর ও সামুদ্রিক অবকাঠামো দ্রুত ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চট্টগ্রাম বন্দরেরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ইবিএলের সহায়তায় বাস্তবায়িত এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় রাজস্ব আদায় ও পেমেন্ট প্ল্যাটফর্মটি নিরাপদ এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা জন্য বহুমাত্রিক উপায়ে মাশুল পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, দশকের পর দশক বন্দর ব্যবহারকারীরা সশরীরে গিয়ে মাশুল পরিশোধ করতেন, যা অনেক সময়সাপেক্ষ ছিল। আজ থেকে সে দিনের অবসান ঘটছে।

Comments

The Daily Star  | English
Primary school dropout rate Bangladesh

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

10h ago