প্রাইম মুভার শ্রমিকদের নির্বাচন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

স্টার ফাইল ফটো

চট্টগ্রাম বন্দর থেকে ও বন্দরের দিকে কনটেইনার পরিবহন সকাল থেকেই বন্ধ রয়েছে। কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ট্রেইলার চালকরা তাদের সংগঠনের দ্বিবার্ষিক নির্বাহী কমিটির নির্বাচনের কারণে যানবাহন চালানো বন্ধ রেখেছেন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন গতকাল ঘোষণা দিয়েছিল, আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন উপলক্ষে বন্দর, আইসিডি ও বিভিন্ন জেলায় প্রাইম মুভার ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।

সংগঠনটির নির্বাচন আজ সকাল ৮টায় চট্টগ্রাম পোর্ট রিপাবলিক ক্লাবে শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। ২৫ সদস্যের নির্বাহী কমিটির জন্য ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৫২ জন। এদের বেশিরভাগই প্রাইম মুভার চালক।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, সকাল থেকে বন্দর ও আইসিডিগুলোর মধ্যে কোনো প্রাইম মুভার কনটেইনার পরিবহন করেনি।

সাধারণ দিনে বন্দর ও আইসিডির মধ্যে গড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টিইইউ (বিষ ফুট সমতুল্য) রপ্তানি, আমদানি ও খালি কনটেইনার পরিবহন হয়।

এদিকে আইসিডি অপারেটররা এ চলাচল বন্ধে অসন্তোষ প্রকাশ করে বলেন, শ্রমিকরা ভোট দিয়ে আবার কাজে যোগ দিতে পারত, পুরো দিনের জন্য পরিবহন বন্ধ রাখা ঠিক হয়নি।

ইউনিয়নের নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, অনেক আইসিডি ভোটকেন্দ্র থেকে দূরে হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক শ্রমিক দুপুর ২টার পর থেকেই আবার যান চালানো শুরু করবে এবং সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।  

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago