আমাদের লক্ষ্য জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে চূড়ান্ত করা: আলী রিয়াজ

ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভা। ছবি: স্টার

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চাই।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভার দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, 'সংলাপ দ্রুত এগিয়ে নিতে আমাদের লক্ষ্য আজ সন্ধ্যার মধ্যে অথবা প্রয়োজনে আগামীকালের মধ্যে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা। এটা হলে যেসব বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছে সেগুলোকে সনদ আকারে উপস্থাপন করতে পারব।'

তিনি আরও বলেন, 'আমরা এখন প্রতিটি প্রস্তাব পর্যালোচনা করছি এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার কাজ করছি।'

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আজকের আলোচনায় যেসব সংশোধনী ও সংযোজন এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। কারও যদি কোনো আপত্তি বা পরামর্শ থাকে, তাহলে আগামীকাল সকালের মধ্যে আমাদের কাছে পাঠাবেন।'

অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোর একটি তালিকা আজ বিকেলের মধ্যে দলগুলোর সঙ্গে শেয়ার করা হবে।

আজকের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ গঠন, উচ্চকক্ষ কাঠামো, সদস্য নির্বাচনের পদ্ধতি, এর এখতিয়ার, নাগরিকদের মৌলিক অধিকারের সম্প্রসারণ এবং রাষ্ট্রনীতির নীতিমালা সম্পর্কিত প্রস্তাব অন্তর্ভুক্ত।

ঐকমত্য কমিশন সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, 'রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা আজকের সিদ্ধান্তের বাইরে রাখা হবে। কারণ এই প্রস্তাবটি নতুন আলচ্য বিষয় হিসেবে উত্থাপিত হয়েছে।'

'আমরা অন্যান্য সব বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে চাই এবং এটা আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। ঠিক যেমন শুরু থেকেই আপনারা আমাদের সমর্থন দিয়ে আসছেন, আমরা এর আলোকে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি,' রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago