চোটে ওভাল টেস্টের বাকি অংশে খেলা অনিশ্চিত ওকসের

ওভাল টেস্টের প্রথম দিনটা বেশ ভালো কাটিয়েছে ইংল্যান্ড। ২০৪ রান তুলতেই ভারতের ৬টি উইকেট তুলে নিয়েছে তারা। যেখানে লোকেশ রাহুলের উইকেট তুলে বড় অবদান রাখেন ক্রিস ওকস। কিন্তু একেবারে শেষ দিকে পাওয়া কাঁধের চোটে টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দলটি।

বৃহস্পতিবার দিনের শেষদিকে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান ওকস এবং তখনই বাঁ কাঁধে আঘাত পান। ব্যথায় কাতর ওকসকে মাঠ ছাড়তে হয়, তখন তার বাঁ হাতটি অস্থায়ী স্লিংয়ে ঝুলানো অবস্থায় দেখা যায়।

ওয়ারউইকশায়ারের এই ক্রিকেটারকে স্ক্যান করানো হতে পারে বলে জানা গেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার তার অবস্থা নিয়ে আনুষ্ঠানিক আপডেট দেবে। ওকসের অবস্থা নিয়ে সতীর্থ পেসার গাস অ্যাটকিনসন বলেন, 'দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে আমি অবাক হব, যদি ও আবার মাঠে নামতে পারে।'

তিনি আরও বলেন, 'এটা সিরিজের শেষ ম্যাচ, আর এমন সময়ে কেউ চোট পেলে সেটা সত্যিই হতাশার। আমরা আশাবাদী, চোটটা খুব গুরুতর কিছু নয়। যাই হোক না কেন, ওকে আমরা সবাই পূর্ণ সমর্থন দেব।'

ওকসকে হারানো হবে ইংলিশদের জন্য বড় ধাক্কা। দীর্ঘ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনিই একমাত্র ইংলিশ পেসার, যিনি প্রতিটি ম্যাচে খেলেছেন। আগের চারটি টেস্টে ফ্ল্যাট উইকেটে তেমন প্রভাব ফেলতে না পারলেও ১০ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ওভালে সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনেই ওপেনার রাহুলকে বোল্ড করে ম্যাচে দারুণ শুরু করেছিলেন ওকস।

তবে ঘরের বাইরে বরাবরই দুর্বল রেকর্ডের কারণে এবার শীতকালে অ্যাশেজ সফরের দলে জায়গা পাওয়া নিয়ে তার লড়াই চলছিল। তার ওপর বয়স ৩৬, তাই এই চোট আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই নতুন শঙ্কায় তৈরি হয়েছে।

ওকসের ছিটকে যাওয়া এমন এক সময়ে ঘটল, যখন ইংল্যান্ডের পেস আক্রমণ ইতোমধ্যেই চোট ও ক্লান্তিতে ভুগছে। অধিনায়ক বেন স্টোকস, যিনি সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তিনিও কাঁধের চোটে শেষ টেস্টে খেলছেন না। মার্ক উড অনেক আগেই চোটের কারণে ছিটকে গেছেন। অলিভার স্টোন হাঁটুর চোট কাটিয়ে সদ্য দলে ফিরেছেন।

এছাড়া ব্রাইডন কার্স ও জোফরা আর্চারকেও ওভাল টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ আগের ম্যাচগুলোতে তাঁদের উপর প্রচুর চাপ পড়েছিল। সব মিলিয়ে, ইংল্যান্ডের জন্য এটা বড় ধাক্কা, বিশেষ করে সিরিজ নির্ধারণী এই ম্যাচে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago