রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহীর মৃত্যু

কক্সবাজারের রামুতে ঢাকা অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার রশিদনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তায়েবুর রহমান জানান, দুর্ঘটনাটি দুপুর আনুমানিক দেড়টার দিকে ঘটে।

রামু রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আখতার হোসেন জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা দেয়। ১২টা ৫০ মিনিটে ট্রেনটি রামু স্টেশনে পৌঁছায় এবং পরে ঈদগাঁও উপজেলার ইসলামপুরের আগে রশিদনগরের পানিচরা এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরও ট্রেনটি থেমে না গিয়ে এগিয়ে যায়। পরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে ঢাকা অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিধ্বস্ত অটোরিকশাটিকে লাইনের ওপর ঠেলে নিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago