টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পথে বার্সেলোনা!

স্প্যানিশ ফুটবলে বিরল এবং নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এফসি বার্সেলোনা। দলের জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দীর্ঘমেয়াদি চোটে পড়েও সম্মতি দিচ্ছেন না লা লিগার মেডিকেল কমিশনে তার আঘাত ও অস্ত্রোপচারের রিপোর্ট পাঠানোর জন্য। এই রিপোর্ট ছাড়া চোটের গুরুতরতা নির্ধারণ করতে পারবে না কমিশন, ফলে বেতনের নির্দিষ্ট অংশ ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ হারাচ্ছে কাতালান ক্লাব।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর একপেশে প্রতিবেদনে জানা যায়, টের স্টেগেনের অস্বীকৃতির পর বিষয়টি ক্লাবের আইন বিভাগে হস্তান্তর করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী শাস্তিমূলক প্রক্রিয়া শুরু হতে পারে, যা বোর্ড অনুমোদন দিলে অভ্যন্তরীণ শাস্তির পর্যায়ে পৌঁছাবে।
লা লিগা ও খেলোয়াড় ইউনিয়ন এএফই–এর যৌথ চুক্তি অনুযায়ী, 'গুরুতর অবাধ্যতা' বা 'ক্লাবের বড় ধরনের ক্ষতি' শাস্তিযোগ্য অপরাধ। এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে চাকরিচ্যুতি, ১১ থেকে ৩০ দিনের বেতন ও দায়িত্ব স্থগিত, কিংবা বিপুল অঙ্কের জরিমানার বিধান রয়েছে, যা টের স্টেগেনের ক্ষেত্রে প্রায় ৩.৪ লাখ ইউরো পর্যন্ত হতে পারে।
বার্সেলোনার দাবি, এই সম্মতি না দেওয়ার ফলে শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, বরং দলের প্রস্তুতিও বাধাগ্রস্ত হচ্ছে। লা লিগার মেডিকেল কমিটি যদি টের স্টেগেনের চোটকে অন্তত পাঁচ মাসের জন্য দীর্ঘমেয়াদি হিসেবে স্বীকৃতি দিত, তবে তার বেতনের ৮০ শতাংশ 'সেলারি ফেয়ার প্লে' হিসেবে ব্যবহার করে হুয়ান গার্সিয়া বা বয়চেখ শেজনির মতো নতুন খেলোয়াড় নিবন্ধন করা যেত। ঠিক একইভাবে গত মৌসুমে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের চোটের সুযোগে দানি অলমোকে নিবন্ধন করেছিল ক্লাবটি।
স্পেনের ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী, ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য প্রকাশে কারও জোর করার সুযোগ নেই। ফলে টের স্টেগেন আইনত নিজের মেডিকেল ডেটা গোপন রাখতে পারেন। তবে বার্সেলোনার মতে, পেশাদার চুক্তির অধীনে খেলোয়াড়েরও ক্লাবের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, যা না মানলে তা শৃঙ্খলাভঙ্গ ও ক্ষতির পর্যায়ে পড়ে।
লা লিগার ইতিহাসে এর আগে এমন পরিস্থিতি তৈরি করেননি কোনো খেলোয়াড়। বার্সা এর আগে ক্রিস্টেনসেন ও রোনালদ আরাউহোর দীর্ঘমেয়াদি চোটের ক্ষেত্রে খেলোয়াড়দের সম্মতিতেই প্রক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু এবার জার্মান গোলরক্ষকের একরোখা অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
হুয়ান লাপোর্তা ও বোর্ড আপাতত শান্ত স্বরে টের স্টেগেনকে রাজি করানোর চেষ্টা করছেন। তবে অভ্যন্তরে ক্ষোভ প্রবল, এবং অনেকেই মনে করছেন, দ্রুত সমাধান না হলে এটি খেলোয়াড়-ক্লাব সম্পর্কের এক বড় ফাটলে রূপ নিতে পারে।
Comments