শুটিংয়ের ফাঁকে সময় পেলেই ঘুরতে ভালোবাসেন রুনা খান

সুঅভিনয় দিয়ে রুনা খান পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা।
শুটিং নিয়ে কাটে ব্যস্ত সময়। সম্প্রতি তিনটি সিনেমা এবং একটি শর্ট ফিল্মে কাজ করেছেন। তবে শুটিং পরবর্তী সব কাজ এখনো শেষ হয়নি।
'বক' সিনেমার ডাবিং শেষ হয়েছে কয়েক দিন আগে। এটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। কৌশিক শংকর দাশ পরিচালিত 'দাফন' সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়েছে। জাহিদ হোসেনের পরিচালনায় 'লীলামন্থন' সিনেমার ডাবিং বাকি।
সোহেল রানা বয়াতি পরিচালিত শর্ট ফিল্ম 'নিদ্রাসুর' এর কেবল শুটিং শেষ হয়েছে।
এরই মধ্যে নতুন একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন—নাম চলচ্চিত্র। পরিচালনা করবেন আলী জুলফিকার জাহেদী।
সিনেমায় রুনা খানকে দেখা যাবে নায়িকার চরিত্রে, যিনি সিনেমার নায়িকা। একজন নায়িকার জীবনের গল্প উঠে আসবে সেলুলয়েডের ফিতায়।

এত ব্যস্ততার মধ্যে সময় পেলে ঘুরতে যেতে ভালোবাসেন এই শিল্পী। সম্প্রতি সপরিবারে যুক্তরাষ্ট্র ও তুরস্ক ঘুরে এসেছেন তিনি।
'আমেরিকায় চারটি রাজ্য ঘুরেছি। তার মধ্যে নিউ ইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম খুব ভালো লেগেছে। এই মিউজিয়াম দেখার পুরো কৃতিত্ব আমার মেয়ের। কেননা, মেয়ের দেখার ইচ্ছে ছিল। ওর জন্যই আমরা গিয়েছিলাম এবং ভীষণ মুগ্ধ হয়েছি,' দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বলেন রুনা খান।
তিনি আরও বলেন, 'অসংখ্য বিশ্বখ্যাত পেইন্টারের পেইন্টিং—পাবলো পিকাসো, ভ্যানগগ থেকে শুরু করে অনেকে...এটা দেখা ছিল স্বপ্ন পূরণ বা তার চেয়েও বেশি। খুব রোমাঞ্চ অনুভূত হয়েছে।'
কাজ এবং পরিবারের বাইরে এই শিল্পীর সময় সময় কাটে এক চিলতে সবুজের সঙ্গে।
'বাসার বারান্দায় গাছ আছে, অনেক রকমের ফুল গাছ। এই জায়গাটা বেশ পছন্দের। এখানে সময় কাটাতে ভালো লাগে। অবসরে গান শুনতে ভালোবাসি,' বলেন তিনি।
Comments