৪ দিন আগে নিখোঁজ, মেঘনায় পাওয়া গেল যুবকের গলাকাটা মরদেহ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে নিখোঁজের চার দিন পর রাকিব (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ভৈরবের টোক চানপুর এলাকায় মেঘনা নদীতে তার গলাকাটা মরদেহ ভাসতে দেখা যায়।
রাকিব বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামের মৃত শফি মিয়ার ছেলে।
গত ১০ আগস্ট বিকেলে রাকিব বাড়ি থেকে একই উপজেলার কুকরাই গ্রামের উদ্দেশে বের হয়েছিলেন। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি জানিয়ে রাকিবের ছোট ভাই রিয়াজ মিয়া জানান, গতকাল বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
ভৈরব নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে সময় তার স্বজনরাও উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা তাকে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Comments