লিভারপুলে বর্ণবাদী কাণ্ডে ক্ষুব্ধ বোর্নমাউথ অধিনায়ক

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে মাঠের উত্তেজনাকে ছাপিয়ে গেল এক লজ্জাজনক ঘটনা। লিভারপুলের অ্যানফিল্ডে বোর্নমাউথ ফরোয়ার্ড অঁতোয়ান সেমেনিয়ো বর্ণবাদী আক্রমণের শিকার হন গ্যালারি থেকে। ঘটনাটি শুধু খেলা সাময়িকভাবে থামিয়ে দেয়নি, নড়িয়ে দিয়েছে পুরো ফুটবল দুনিয়াকেই।
শুক্রবার রাতে লিভারপুলের কাছে ৪-২ গোলে হারে বোর্নমাউথ। তবে ম্যাচের প্রথমার্ধেই সেমেনিয়ো এক সমর্থকের কাছ থেকে বর্ণবাদী অঙ্গভঙ্গির শিকার হন। রেফারি অ্যান্থনি টেলরকে বিষয়টি জানানোর পর খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। অবশেষে হাফটাইমে পুলিশ অভিযুক্ত দর্শককে মাঠ থেকে সরিয়ে নেয়।
তবু অবিশ্বাস্য মানসিক শক্তি দেখিয়ে দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন সেমেনিয়ো। তার এই লড়াকু পারফরম্যান্সেই শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই জমিয়ে রাখে বোর্নমাউথ। কিন্তু শেষ মুহূর্তে ফেদেরিকো কিয়েসা ও মোহামেদ সালাহর গোল জয় এনে দেয় লিভারপুলকে।
অধিনায়ক অ্যাডাম স্মিথ ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পুরোপুরি অগ্রহণযোগ্য। এখনো এমন ঘটনা ঘটছে, তা বিশ্বাস করা কঠিন। আমি জানি না, কীভাবে অঁতো খেলাটা চালিয়ে গেল এবং গোল করল।'
স্মিথ আরও বলেন, প্রিমিয়ার লিগে খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসে বারবার বার্তা দিচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তন আসছে না।
'কিছু একটা অবশ্যই করতে হবে। হাঁটু গেড়ে বসা কোনো প্রভাব ফেলছে না। আমি রেফারিকে বলেছিলাম, দর্শককে সঙ্গে সঙ্গে সরাতে। পরে পুলিশ তা করেছে। লিভারপুল খেলোয়াড়রা অঁতোকে দারুণভাবে সমর্থন দিয়েছে। তবু আমি ভীষণ রাগান্বিত।'
বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা বলেন, 'এমন এক রাতে, যখন দুই দল দুর্দান্ত ফুটবল খেলেছে, তখন সবাইকে ম্যাচ নয়, বর্ণবাদ নিয়েই কথা বলতে হচ্ছে। দুঃখজনক যে এ সমস্যা শুধু ফুটবল নয়, সমাজজুড়েই বিরাজ করছে।'
অন্যদিকে লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচ শেষে সেমেনিয়োর সঙ্গে কথা বলেন এবং তার মানসিক দৃঢ়তার প্রশংসা করে বলেন, 'অ্যানফিল্ডে এমন কিছু হওয়া অকল্পনীয়। আমরা ওই ব্যক্তিকে খুঁজে বের করতে যা যা সম্ভব সব করব। সেমেনিয়ো কেবল দারুণ খেলোয়াড়ই নন, অসাধারণ মানসিক শক্তির অধিকারী।'
এদিকে ক্লাব লিভারপুল এক বিবৃতিতে জানিয়েছে, 'আমরা বর্ণবাদ ও বৈষম্যের সব রূপের নিন্দা জানাই। ফুটবল কিংবা সমাজের কোথাও এর স্থান নেই। এ ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে এবং আমরা পূর্ণ সহযোগিতা করব।'
Comments