দেশে জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, 'এই দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সব নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'

'অর্থাৎ, একটি অ্যাকাউন্ট অবস্থা দেশে তৈরি করা একান্ত প্রয়োজন। আমরা যদি সেটি (জবাবদিহি অবস্থা) করতে সক্ষম হই...লেখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, সমালোচনার অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি, যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে সক্ষম হই। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে,' বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এদেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসেবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের-আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।'

তিনি বলেন, 'এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতো।'

তিনি আরও বলেন, 'আমাদের পলিটিক্যাল আইডোলি এক না-ও হতে পারে…কিন্তু এটি কোনো সমস্যা নয়। বিষয় হচ্ছে, এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সবাই এক।'

তারেক বলেন, 'কিছু বক্তা এখানে একটি বিষয় উল্লেখ করেছেন, আমিও একইভাবে বলতে চাই যে, এই দেশে কোনো চরমপস্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা, আমাদের লক্ষ্য।'

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

8h ago