দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি

ছবি: সংগৃহীত

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি নির্ধারণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে 'বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা; ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও র‌্যালি; ২ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি; ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

এর বাইরে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ; পোস্টার প্রকাশ; সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠক; সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে বিএনপি।

Comments

The Daily Star  | English

Sada Pathor Looting: Admin officials, law enforcers involved

Some government officials  including members of law enforcement agencies were involved in the rampant looting of stones from Bholaganj’s Sada Pathor area, found a probe committee of the Sylhet district administration.

5h ago