আলপির জোড়া গোলে ভুটানকে হারিয়ে শুরু বাংলাদেশের

শিরোপা জয়ের অভিযানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল বাংলাদেশ দল। প্রথমার্ধে সৌরভি আক্তার প্রীতি জাল খুঁজে পাওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করলেন আলপি আক্তার। পুরোপুরি সন্তোষজনক পারফরম্যান্স না করলেও ভুটানকে হারাল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।
বুধবার রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরের উদ্বোধনী দিনে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান রিনজিন দেমা চোডেন।
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। সুযোগ তৈরিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও চেনা আঙিনায় ভুটানও ছেড়ে কথা বলেনি। সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা নেন জমজমাট লড়াইয়ের স্বাদ। শেষমেশ অবশ্য লাল-সবুজের প্রতিনিধিরাই পেয়েছে কাঙ্ক্ষিত জয়ের হাসি।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার আরেক শিরোপাপ্রত্যাশী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে নেপালকে ৭-০ গোলে বিধ্বস্ত করে ভারতীয়রা পেয়েছে উড়ন্ত শুরু।
প্রতিপক্ষের দুয়ারে বারবার হানা দিলেও প্রথম গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় লম্বা সময়। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের উঁচু ক্রস ক্লিয়ার করতে তালগোল পাকিয়ে ফেলে ভুটানের রক্ষণভাগ। শরীর দিয়ে ঠেলে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন প্রীতি।
ব্যবধান বাড়াতে অবশ্য বেশি সময় লাগেনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে একক নৈপুণ্যে লক্ষ্যভেদ করেন আলপি। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে পায়ের কারুকাজে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন তিনি। এরপর ডি-বক্সের বাইরে থেকেই নেন জোরাল গতির শট। তা ঠেকানোর কোনো উপায় ছিল না গোলরক্ষক কেলজেং ওয়াংমোর।
ম্যাচের ৬০তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়ের ভুলে স্কোরলাইন ২-১ করে স্বাগতিক দল। বামদিক থেকে আসা শট তিনি লুফে নিতে ব্যর্থ হলে সামনে থাকা দেমা আলগা বল অনায়াসে জালে পাঠিয়ে দেন। ভুটানের ম্যাচে ফেরার আশা অবশ্য টেকেনি বেশিক্ষণ।
পাঁচ মিনিট পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় লিটুর দল। বামদিক থেকে উড়ে আসা কর্নারে প্রথমবার ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি আলপি। তবে জটলার মধ্যে খুব কাছ থেকে আলতো টোকায় নিশানা ভেদ করেন তিনি। এরপর আর কোনো গোল না হলেও বাংলাদেশের জয়ের উল্লাসে কোনো ব্যাঘাত ঘটেনি।
Comments