ইউক্রেন যুদ্ধে লড়ছে কোরিয়াও, নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে নিশ্চিত করলেন কিম

ইউক্রেন যুদ্ধে কোরীয় সেনা
পিয়ংইয়ংয়ে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কিম জং-উন। ছবি: কেসিএনএ

পূর্ব ইউরোপে পরাশক্তি রাশিয়ার সঙ্গে টিকে থাকার যুদ্ধ করছে প্রতিবেশী ইউক্রেন। শক্তিমত্তার দিক থেকে ইউক্রেন অনেক ‍দুর্বল হলেও দেশটিতে প্রভাব বিস্তারে হিমশিম খাচ্ছে ক্রেমলিন।

কিয়েভকে বাগে আনতে মহাশক্তিধর মস্কোকে হাত পাততে হয়েছে বন্ধু দেশগুলোর দিকে। প্রতিবেশী ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহায়তা নেওয়ার কথা পশ্চিমের গণমাধ্যমগুলোয় সচিত্র প্রকাশিত হলেও উত্তর কোরীয় সেনাদের বিষয়ে তেমন তথ্য পাওয়া যাচ্ছিল না।

উল্টো অনেককে ইউক্রেন যুদ্ধে কোরীয় সেনাদের অংশগ্রহণের সংবাদকে পশ্চিমের প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিতে শোনা যেত। এমন প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার ১০১ মৃত সেনার প্রতি দেশটির শীর্ষ নেতা কিম জং-উন শ্রদ্ধা নিবেদনের সংবাদ এলো।

গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক কোরিয়া হেরাল্ড জানায়, রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেন-যুদ্ধে কোরিয়ান পিপল'স আর্মির ১০১ নিহত সেনা-কমান্ডারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কিম জং-উন।

ইউক্রেন যুদ্ধে কোরীয় সেনা
ইউক্রেন যুদ্ধে নিহত সেনাদের স্বজনদের সহানুভূতি জানাচ্ছেন কিম জং-উন। ছবি: কেসিএনএ

অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদরদপ্তরে।

তবে অনুষ্ঠানটি কবে আয়োজন করা হয়েছিল তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) সংবাদে তা উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, কিম এক বিশাল দেয়ালে রাখা নিহত সেনা সদস্যদের ছবির পাশে মেডেল রাখেন। তিনি হাঁটু গেড়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। নিহত সেনাদের পরিবারের সদস্যদের কাছে তার সমবেদনা প্রকাশ করেন। তিনি অশ্রুসজল চোখে শিশুদের সান্ত্বনা দেন।

অনুষ্ঠানে কিম বলেন, 'বাস্তবতা হচ্ছে আজকে আমরা শ্রদ্ধেয় ব্যক্তিদের ছবির মাধ্যমে স্মরণ করছি। তারা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন বিজয় ও গৌরবের জন্য। তাদের জন্য আমি মর্মাহত।'

তিনি আরও বলেন, 'নিহত সেনাদের দুঃখ ভারাক্রান্ত পরিবারের সদস্যদের সামনে দাঁড়িয়ে কিভাবে শোক প্রকাশ করবো তা ঠিক বুঝে উঠতে পারছি না।'

ইউক্রেন যুদ্ধে কোরীয় সেনা
দেশে ফিরিয়ে আনা হচ্ছে ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের। ছবি: রয়টার্স

নিহতদের স্মরণে রাজধানীতে জাদুঘর ও স্মৃতিসৌধ নির্মাণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

ইউক্রেন-যুদ্ধে উত্তর কোরিয়ার ঠিক কতজন নিহত হয়েছেন তা কেসিএনএর সংবাদে উল্লেখ করা হয়নি।

গত ৩০ এপ্রিল দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সার্ভিস দেশটির জাতীয় পার্লামেন্টের গোয়েন্দা তথ্যবিষয়ক কমিটিকে জানায় যে, রাশিয়ার দুই পৃথক জায়গায় উত্তর কোরিয়া মোট ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। তাদের মধ্যে হতাহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৭০০ জন।

দক্ষিণ কোরিয়ার দাবি, যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার অন্তত ৬০০ সেনা সদস্য নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago