অনন্য রেকর্ড গড়লেও শিরোপার স্বাদ পেলেন না রোনালদো

বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি নতুন অর্জনের মালিক হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ডের স্বাদ নিলেও শিরোপা উঁচিয়ে ধরা হলো না তার।
শনিবার সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদেরকে হতাশায় মুড়িয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল আহলি। এর আগে হংকংয়ে অনুষ্ঠিত নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়।
ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। তারপর প্রথমার্ধের যোগ করা সময়ের আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসিয়ে। ম্যাচের ৮২তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচ ফের লিড পাইয়ে দেন আল নাসরকে। এরপর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের স্রেফ এক মিনিট বাকি থাকতে আল আহলি আবার সমতা টানে রজার ইবানেজের লক্ষ্যভেদে।
অতিরিক্ত সময়ের বিধান না থাকায় ফাইনাল সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে। আল নাসরের নেওয়া চারটি শটের মধ্যে রোনালদো, ব্রোজোভিচ জোয়াও ফেলিক্স নিশানা ঠিক রাখলেও ব্যর্থ হন আবদুল্লাহ আল খাইবারি। অন্যদিকে, আল আহলির পাঁচটি স্পট-কিকের সবগুলো খুঁজে পায় জালের ঠিকানা।
পাঁচবারের ব্যালন দি'অরজয়ী রোনালদো ছাড়িয়ে গেলেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিও ও নেইমারকে। তাদের রয়েছে তিনটি ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি— প্রয়াত স্প্যানিশ ফরোয়ার্ড লাঙ্গারা রিয়াল ওভিয়েদো, সান লরেঞ্জো ও এস্পানার হয়ে; কিংবদন্তি সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিও পিএসভি আইন্দহোফেন, ফ্লামেঙ্গো ও ভাস্কো দ্য গামার হয়ে এবং তার স্বদেশি ফরোয়ার্ড নেইমার সান্তোস, বার্সেলোনা ও পিএসজির হয়ে।
আল নাসরের হয়ে শততম গোলের (১১৩ ম্যাচে) দেখা পাওয়া রোনালদো এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্তাসের হয়ে ১০১ গোল করেছেন। তবে সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে তার বড় কোনো শিরোপা জয়ের অপেক্ষা আরও বেড়েছে। ৪০ বছর বয়সী ফরোয়ার্ড এই নিয়ে তিনটি ফাইনালে হারলেন।
২০২২ সালের ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান ইউনাইটেড ছেড়ে আল নাসরে নাম লেখান রোনালদো। ক্লাবটির হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ (২০২৩ সালে) ছাড়া আর কোনো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেননি তিনি।
Comments