ডাকসু নির্বাচন: কয়েকটি ফেসবুক পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি, সেবা কার্যক্রম বন্ধের নির্দেশ

স্টার ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক (ঢাবি) কয়েকটি ফেসবুক পেজ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে ঢাবি প্রশাসন।

আজ রোববার ঢাবি জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ', 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১' ও 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২'সহ আরও কয়েকটি পেজ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, ঢাবি ক্যাম্পাসে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের বিভিন্ন সেবা কার্যক্রম ডাকসু নির্বাচনে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠনটির সব ধরনের কার্যক্রম ও শাটল সার্ভিস ক্যাম্পাসে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া, ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষ থেকে ক্যাম্পাসে টানানো প্রচারণামূলক বিলবোর্ড বা ব্যানার সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রার্থী বা পক্ষ স্বতপ্রণোদিত হয়ে কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না। সব ধরনের উপঢৌকন বিলি-বন্টন, আপ্যায়ন, অর্থ সহযোগিতা কিংবা অনুরূপ কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বলে বিবেচিত হবে।

প্রার্থীরা আগামী ২৫ আগস্ট পর্যন্ত হল বা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। নির্ধারিত সময় অনুযায়ী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সংগঠনের পরিচয়ে হল কিংবা ক্যাম্পাসে প্রচার কার্যক্রম চালাতে পারবেন। 

তবে এ সময়ের মধ্যেও সামাজিক, আর্থিক, সেবামূলক সহযোগিতা বা কার্যক্রম পরিচালনা, মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান বা প্রাঙ্গণে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং 'নির্বাচন আচরণ বিধিমালা' ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Rohingya influx: 8 years on, repatriation still elusive

Since the repatriation deal was signed with Myanmar in November 2017, Bangladesh tried but failed to send Rohingyas back.

9h ago