ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার, ফেস্টুন সরিয়ে নিল প্রশাসন

ডাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আদেশে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ব্যানার সরিয়ে নেওয়া হয় আজ। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কর্মচারীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে চিফ রিটার্নিং অফিসারের সই করা 'অতি জরুরি' বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে সব ব্যানার–ফেস্টুন সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু বেশিরভাগই সরায়নি। পরে নির্বাচন কমিশনের নির্দেশে আজ বুধবার দুপুরে সেগুলো নামিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, টিএসসি, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে, ভিসি চত্বর, মল চত্বর, চারুকলা ও কার্জন হল এলাকায় গতকাল থেকে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন দেখা গিয়েছিল। এর মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, প্রতিরোধ পর্ষদ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের ছবিসহ ফেস্টুন এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও ফেস্টুনও ছিল।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শামসুদ্দৌজা নবাব এটিকে 'দৃশ্যমান বৈষম্য' বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, 'রাজনৈতিক সমর্থনপুষ্ট কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, কেবল একজন স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করা হয়েছে।'

আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী বলেন, 'অনেকে হয়তো না জেনেই এগুলো লাগিয়েছে। আমরা নোটিশ করেছি। আজ সরিয়ে নিয়েছি। এরপর যদি আবার কেউ এগুলো লাগায়, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব খালাসীকে শোকজ নোটিশ দেয় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। টিএসসিতে গান ও কবিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করে নির্বাচনী ইশতেহার উপস্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে এ নোটিশ দেওয়া হয়।

আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য শুধু সাদা–কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করার অনুমতি আছে। কাপড়, পিভিসি বা অন্য কোনো মাধ্যমে ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো যাবে না।

Comments