ডিআরইউতে অবরুদ্ধ হয়ে পড়া লতিফ সিদ্দিকীকে হেফাজতে নিয়েছে পুলিশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবরুদ্ধ হয়ে পড়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তারা ডিআরইউতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন।
'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল নবগঠিত 'মঞ্চ ৭১' নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, লতিফ সিদ্দিকী অনুষ্ঠানস্থলে পৌঁছালে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান শোনা যায়। এর কয়েক মিটির পর বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০-৬০ জনের একটি দল সেখানে ঢুকে পড়েন।
পুলিশ জানায়, দলটি নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয় এবং লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে তার বিরুদ্ধে স্লোগান দেয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী ও অন্যদের হেফাজতে নেয়।'
তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি।
Comments