অধিনায়ক হিসেবেই পোল্যান্ড দলে ফিরলেন লেভানদোভস্কি

নেতৃত্ব নিয়ে আগের কোচ মিখাল প্রোবিয়েরজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন রবার্ত লেভানদোভস্কি। অনির্দিষ্টকালের জন্য পোল্যান্ড দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেটা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে গত জুনে পদত্যাগ করেন প্রোবিয়েরজ। ফলে দ্বন্দ্বের অবসান ঘটায় অধিনায়ক হয়েই জাতীয় দলে ফিরেছেন বার্সেলোনার অভিজ্ঞ স্ট্রাইকার।
২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের সামনের দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন পোল্যান্ডের নতুন কোচ ইয়ান উরবান। নেতৃত্ব ফিরে পাওয়া ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি আন্তর্জাতিক মঞ্চে খেলেছেন ১৫৮টি ম্যাচ। পোলিশদের জার্সিতে সর্বোচ্চ ৮৫টি গোলের রেকর্ড রয়েছে তার নামের পাশে।
দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করতে থাকা লেভানদোভস্কিকে সরিয়ে কয়েক মাস আগে নেতৃত্ব দেওয়া হয়েছিল পিওতর জিয়েলিনস্কিকে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন লেভানদোভস্কি। কোচ হওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেই ঝামেলা মিটিয়ে ফেলেছেন উরবান। ইন্টার মিলানের মিডফিল্ডার জিয়েলিনস্কিকে এবার সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছেন তিনি। এফসি পোর্তোর ডিফেন্ডার ইয়ান বেদনারেক হয়েছেন তৃতীয় অধিনায়ক।
জিয়েলিনস্কিকে যখন নতুন অধিনায়ক করেছিলেন প্রোবিয়েরজ, তখন লেভানদোভস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, 'পরিস্থিতি বিবেচনা করে এবং কোচের প্রতি বিশ্বাস হারিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, আমি পোল্যান্ড জাতীয় দলের হয়ে আর খেলব না।'
যদিও সেসময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেননি বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ফুটবলার লেভানদোভস্কি। ভবিষ্যতে ফেরার সম্ভাবনার দ্বার খোলা রেখে দিয়েছলেন তিনি। ভক্তদের আশ্বস্ত করে আরও লিখেছিলেন, 'আমি আশা করি, আবারও একদিন বিশ্বের সেরা ভক্তদের সামনে খেলার সুযোগ পাব।'
বাছাইপর্বের 'জি' গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে পোল্যান্ড। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের অর্জন ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস গোল পার্থক্যে এগিয়ে আছে দুইয়ে। শীর্ষে থাকা ফিনল্যান্ডের পয়েন্ট চার ম্যাচে ৭। আগামী ৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের মাঠে খেলতে নামবে পোলিশরা। এরপর ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।
Comments