বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এক ব্রিফিংয়ে জানান, আজ রোববার দুপুর ৩টায় বিএনপি, বিকেল ৪টা ৩০ মিনিটে জামায়াত ও সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। বৈঠকগুলো অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়।

পরবর্তীতে আজ দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপির সঙ্গে বৈঠকটি দুপুর ৩টার স্থলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। কোনো ষড়যন্ত্রও নির্বাচন থামাতে পারবে না।

দেশে নির্বাচন আয়োজনের পরিবেশ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই পুলিশকে নিয়মিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের বিশ্বাস নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সন্তোষজনক।'

গত ৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে রমজানের আগে অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।

Comments

The Daily Star  | English

SC clears way for holding Ducsu election on Sept 9

A seven-member bench of the Appellate Division headed by Chief Justice Syed Refaat Ahmed passed the order

42m ago