দ. কোরিয়ার কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ভাগ্যক্রমে এশিয়া কাপ হকির মঞ্চে সুযোগ পেয়ে আগের দুই ম্যাচেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল আরও শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এই ম্যাচেও হার দিয়েই গ্রুপপর্ব শেষ করতে হলো বাংলাদেশকে।
সোমবার ভারতের বিহারে শিরোপাধারী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলের পরাজয় সঙ্গী হয় লাল–সবুজের। এতে কার্যত নিশ্চিত হয়ে গেছে, চার দলের গ্রুপে তৃতীয় স্থানেই শেষ করতে হবে মশিউর রহমান বিপ্লবের দলকে।
ম্যাচের শুরু থেকেই কোরিয়ানরা আধিপত্য বিস্তার করে। প্রথম কোয়ার্টারেই দুটি গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আরও দুইবার জালের দেখা পায় প্রতিপক্ষ। ফলে ২২ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে লাল–সবুজ। তবে একই মিনিটে সোহানুর রহমান সবুজ এক গোল শোধ করে ব্যবধান কমান।
এরপর দীর্ঘ সময় কোরিয়ানদের আক্রমণ ঠেকিয়ে রাখলেও শেষ বাঁশি বাজার ঠিক আগে পেনাল্টি স্ট্রোক থেকে হজম করতে হয় পঞ্চম গোল।
এর আগে গ্রুপপর্বে বাংলাদেশ ৪-১ গোলে হেরে গিয়েছিল মালয়েশিয়ার কাছে। অন্যদিকে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছিল দলটি।
Comments