সাঁওতালদের ঘরে আগুন: পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুলিশ সুপারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত নভেম্বরের ওই ঘটনায় পুলিশ ও স্থানীয় দুর্বৃত্তরা জড়িত ছিলো বলে বিচারিক তদন্তে উঠে আসে।
ঘটনার সময় “দায়িত্ব পালনের ব্যর্থ হওয়ায়” বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চ তাৎক্ষণিকভাবে এসপিকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন।
এছাড়াও, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করতে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, আইজিপি ও পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র, ব্রতি ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ডেভলপমেন্ট এ সংক্রান্ত একটি রিটের পর আদালত এই নির্দেশ দিলেন।
গত বছর ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের কর্মী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের এক পর্যায়ে ঘরে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত দুই জন আদিবাসী নিহত ও পুলিশসহ আরও ২৫ জন আহত হন।
সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার একটি ভিডিও দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর জড়িত খুঁজে বের করার নির্দেশ দেন হাইকোর্ট। ভিডিওটিতে স্থানীয়দের সঙ্গে পুলিশকে সাঁওতালদের ঘরে আগুন দিতে দেখা যায়।
Comments