‘নেইমার একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে’

neymar
লন্ডনে অনুশীলনে নেইমার। ছবি : রয়টার্স

হালের অন্যতম সেরা তারকা নেইমার। ক্লাবের হয়ে যত না সফল তার চেয়েও বেশি সফল জাতীয় দলের জার্সি গায়ে। ব্রাজিলকে অধরা অলিম্পিকের স্বর্ণ এনে দিয়েছেন। এবার পালা বিশ্বকাপের। আর নেইমারই যে এটা করতে পারবেন এমন বিশ্বাস তার সতীর্থদেরও। ব্রিটিশ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ম্যানচেস্টার সিটি তারকা ফার্নানদিনহো।

ঘরের মাঠে গত আসরেও নেইমারের দিকেই তাকিয়ে ছিলো ব্রাজিল। খেলছিলেনও দারুণ। কিন্তু কোয়ার্টার ফাইনালে অনাকাঙ্ক্ষিত ইনজুরিই সর্বনাশ ডেকে আনে। এরপর আর পেরে ওঠেনি দলটি। এবারও বিশ্বকাপের আগে ইনজুরিতে নেইমার। তবে বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হবেন বলেই আশাবাদী ফার্নানদিনহো, ‘আমরা তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই শতভাগ ফিট দেখতে চাই। কোন সন্দেহ নেই যে, সে এমন একজন খেলোয়াড়, যে কি না একাই পার্থক্য গড়ে দিতে পারে।’

লন্ডনে বিমান থেকে নেমেই বলেছিলেন শতভাগ ফিট নন। আগের দিন অনুশীলনেও যোগ দেননি। আসলেই কি বিশ্বকাপের আগে ফিট হবেন নেইমার? এ নিয়ে নানা গুঞ্জন। তবে ব্রাজিলিয়ান সতীর্থ ফার্নানদিনহোর দাবী বিশ্বকাপের আগেই শতভাগ ফিট হবেন শতভাগ। আর এ আত্মবিশ্বাসটা নেইমারের মাঝে দেখেছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ের হাড় ভেঙ্গে যায় নেইমারের। এরপর ব্রাজিলে ফিরে যান তিনি। ৩ মার্চ স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই ফুটবল সেনসেশন। লন্ডনে আসার আগে ব্রাজিলে টানা এক সপ্তাহ অনুশীলনও করেছেন।

পুনর্বাসন প্রক্রিয়াটা ভালোভাবেই চলছে নেইমারের। তবে এমন ইনজুরি থেকে উঠে আসা সহজ কিছু নয় বলেই মনে করেন ২৬ বছর বয়সী ফার্নানদিনহো। নিজের অভিজ্ঞতা থেকেই বললেন, ‘এ ধরণের ইনজুরি থেকে উঠে আসা বেশ কঠিন। কারণ আমিও এমন ইনজুরিতে পরেছিলাম। এটা যখন তখন ব্যথা করে... হাড়ের মাঝে... পুনর্বাসন বেশ কঠিন। তবে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে।’

‘আপনি দেখবেন অনুশীলনে সে যেভাবে সে চলাফেরা করছে, যেভাবে সে অনুশীলন করছে, আমি তাকে খুবই ভালো দেখছি। সে তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সে খুবই দুঃসাহসী, ডিফেন্সে ড্রিবলিং করার চেষ্টা করে, সে ভীত নয়। আর এটাই শতভাগ আত্মবিশ্বাস দিচ্ছে।’

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’তে খেলবে ব্রাজিল। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। এরপর ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।

Comments

The Daily Star  | English

Decision on AL political activities ban after official gazette received: CEC

The CEC made the remarks following a meeting with a delegation from the US-based organisation Carter Center

48m ago